লন্ডনের একটি ট্রেন স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ যুক্তরাজ্যের লন্ডন শহরে এলিফ্যান্ট এন্ড ক্যাসেল ট্রেন স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে সেখানে পৌঁছেছে ৭০ জনেরও বেশি দমকলকর্মী।সোমবার (২৮ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায় এলিফ্যান্ট এন্ড ক্যাসেল স্টেশনে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। লন্ডনের স্থানীয় মিডিয়াগুলোও এমন খবর জানায়।এখন পর্যন্ত ঘটনাস্থলে দমকলবাহিনীর ১০টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা গেছে। সেখানে থাকা জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে কেউকে না আসতে অনুরোধ জানিয়েছে নিরাপত্তা বাহিনী।অগ্নিকাণ্ডের কারণে রেল সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কী কারণে দুর্ঘটনা ঘটল তার কারণ বলতে পারছে না প্রশাসন।উল্লেখ্য, এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রও নিরূপণ করতে পারেনি কর্তৃপক্ষ।

You might also like