লন্ডনের গণপরিবহনে ৯০ শতাংশের বেশি যাত্রী মাস্ক ব্যবহার করছে-টিএফএল
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ট্রান্সপোর্ট ফল লন্ডন (টিএফএল) জানিয়ে, লন্ডনের ৯০ শতাংশের বেশি লোক করোনাভাইরাস প্রতিরোধের নিয়ম মেনে গণপরিবহনে মাস্ক ব্যবহার করছেন।গত ১৫ জুন থেকে চালু হওয়া এই নিয়ম অনুযায়ী গণপরিবহনে মাস্ক ব্যবহার না করলে পুলিশ ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করতে পারবে।টিএফএল জানিয়েছে, স্টেশনগুলোতে মিলিয়নের বেশি মাস্ক মজুদ রাখা হয়েছে কেউ যদি ভুলে মাস্ক আনতে অথবা মাস্ক ক্রয় করতে অক্ষম মানুষদের জন্য।মাস্ক ব্যবহারের জন্য টিএফএল পক্ষ থেকে যাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন, টিএফএল এর ম্যানেজিং ডায়রেক্টর অব কাস্টমারস কমিউনিটিক্যাশন ভার্ণন এভারটি।তিনি জানান নতুন নিয়মে প্রথম দিনেই ৮০ ভাগ লোক মাস্ক ব্যবহার করেন। তবে স্বাস্থগত সমস্যা, প্রতিবন্ধী ব্যক্তি এবং ১১ বছরের কম বয়সী শিশুদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়।