একুশের গানের রচয়িতা প্রয়াত আবদুল গাফ্ফার চৌধুরীর জন্মদিন উদযাপন: তাঁর রচিত নাটক ‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রদর্শিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: ১২ই ডিসেম্বর ছিল প্রয়াত প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরীর ৮৯তম জন্মদিন। পূর্ব লণ্ডনের ব্র্যাডি আর্ট সেণ্টারে ১৩ ডিসেম্বর তাঁর রচিত ও নির্দেশিত টেলিফিল্ম ‘পলাশী থেকে ধানমণ্ডি’ প্রদর্শনের মাধ্যমে তিনটি সংগঠন তাঁর জন্মদিন উদযাপন করেছে।
সংগঠন তিনটি হলো— একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ‘শেখ মুজিব রিসার্চ সেণ্টার’ ও ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’।

অনুষ্ঠানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ব্রিটেনে বসবাসরত উপস্থিত মুক্তিযোদ্ধাদের সম্মিলিতভাবে সশ্রদ্ধ সালাম প্রদর্শনের মাধ্যমে সম্মাননা জানানো হয়।

সাংস্কৃতিক কর্মী স্মৃতি আজাদ ও আবৃত্তিকার নজরুল ইসলাম অকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম ও টেলিফিল্মটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয়কারী অভিনেত্রী উর্মী মাযহার।

সংগঠন তিনটির পক্ষে শুরুতেই বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ- সভাপতি সাংবাদিক নিলুফা ইয়াসমিন হাসান।

নিলুফা হাসান বলেন, আবদুল গাফ্ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং তাঁর এক দীর্ঘ বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে গত বছর অর্থাৎ ২০২২ সালের ১৯শে মে। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সাংবাদিক, সাহিত্যিক, কবি, নাট্যকার, কলামিসট আবদুল গাফ্‌ফার চৌধুরী তাঁর কর্মের জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার, একুশে পদক এবং স্বাধীনতা পুরষ্কার লাভ করেন।
তিনি একাত্তরের ঘাতক দালাল কমিটির কেন্দ্রীয় কমিটির এবং যুক্তরাজ্য শাখার উপদেষ্টা ছিলেন।
আমাদের আন্দোলন ও সংগ্রামে সব সময়ে তাঁকে আমাদের পাশে পেয়েছি। তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণার উৎস, আমাদের আলোকবর্তিকা।

অনুষ্ঠানে টেলিফিল্মটিতে অভিনয়কারী অভিনেতা-অভিনেত্রীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন লোকমান হোসেন, খলিল কাজী ওবিই, ফয়জুর রহমান খান, আবু মুসা হাসান, আব্দুর রহমান, মাহমুদ হাসান,
সৈয়দ গোলাম আলী, ইন্জিনিয়ার মেফতা ইসলাম, কবির আহমেদ, হুমায়ূন কবির এবং প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান শরীফ।

You might also like