লন্ডনে এম এ খান ফাউন্ডেশন ক্যারম টুর্নামেন্ট সম্পন্ন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বৃটেনে চলমান কবিড-১৯ মহামারি করোনা ভাইরাস ভয়াবহ আক্রমণ ও লকডাউন শিতীল হওয়ার পর আবারো নতুন ভাবে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে শুরু করে এম এ খান ফাউন্ডেশন ক্যারম টুর্নামেন্ট’২০। এ টুর্নামেন্ট সফলতা সাথে সম্পন্ন হলে রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র স্থায়ী কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।স্ব্যাস্থব্যাধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিনিটি নেতা ও গোলাপগঞ্জ সোসিয়েল এন্ড কালচারাল ট্রাস্টের সদস্য সচিব মো: দেলোয়ার হোসেন।

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান সুজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইউরোবাংলার সাবেক সম্পাদক, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

তিনি তার বক্তব্যে বমেব মহামারি করোনা ভাইরাস ভয়াবহ আক্রমণের ফলে দির্ঘদিন মানুষ ঘরবন্দী ছিলেন এবং ভয়াবহ আতংকের মধ্যে ছিলেন। সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে এম এ খান ফাউন্ডেশন ক্যারম টুর্নামেন্ট’২০ এর আয়োজন করে মানুষের মনলে উৎফুল্ল করতে সাহায্য করেছে। মানুষের মন ও শরীর সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্ল নেই। তিনি এমন আয়োজনে সাউন্ডটেক ক্যারাম ক্লাবের কতৃপক্ষক্র ধন্যবাদ জানিয়ে বলেন, এই ক্লাব অতীতের সকল টুর্নামেন্ট সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করেছে। এ ক্লাবটি ব্রিটেনে সর্ব প্রথম সাউন্ডটেক ক্যারাম ক্লাব ১৯৯৭ সালে ক্যারাম খেলার আয়োজন করে এক গৌরব উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছিল। এর ধারবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান তিনি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউকে ক্যারাম ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সোনাহর আলী রিংকু, সাউন্ডটেক ক্যারাম ক্লাবের ট্রেজারার ফটিক মিয়া ও কমিউনিটি নেতা আফতাব মিয়া।

অতিথিরা এম এ খান ফাউন্ডেশন ক্যারম টুর্নামেন্ট’২০ চ্যাম্পিয়ন মো: দিপু খান কে ট্রপি ও নগদ তিনশত পাউন্ড, রানার্সআপ মাযহারুল ইসলাম মুন্না কে ট্রপি ও নগদ একশত পঞ্চাশ পাউন্ড ও তৃতিয় নুরুজ্জামানের হাতে ট্রপি ও নগদ পঞ্চাশ পাউন্ড তুলে দেন।আয়োজকদের পক্ষ থেকে আব্দুর রহমান সুজা বলেন, লন্ডনের সেরা খেলওয়ারদের মধ্যে ৩২টি টিম এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছিল। এই টুর্নামেন্ট সফল করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।তিনি আরো ঘোষনা দেন যে, আগামি ২০ সেপ্টেম্বর গোল্ডকাপ ক্যারাম শুরু হবে এবং গোল্ডকাপের আনুস্টানিক ড্র হবে শনিবার ১২ সেপ্টেম্ব’২০। খেলায় অংশগ্রহনের জন্য সবাই আমন্ত্রিত।

You might also like