লন্ডনে ভার্চুয়াল ’কৃষক’ সম্মেলন: প্রবাসে বাঙ্গালীরা কৃষিতে বিপ্লব ঘটাচ্ছেন (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী

লন্ডন: বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কৃষি বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান  ‘মাটি ও মানুষ’- এর পরিচালক ও উপস্থাপক দেওয়ান সিরাজ বলেছেন, ব্রিটেনসহ প্রবাসে বসবাসরত বাঙ্গালীরা সাম্প্রতিক বছরগুলোতে শখের কৃষি কাজে সম্পৃক্ত হয়ে বিশ্ব কৃষিতে বিপ্লব ঘটাচ্ছেন। শখের কৃষি মানুষের বাড়ীর আঙ্গিনায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বিগত ৩০ বছর বিটিভি’র ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানের মাধ্যমে যে বিপ্লব ঘটানোর চেষ্টা করছিলাম আমরা, সেই বিপ্লব ঘটিয়েছেন প্রবাসী বাঙ্গালীরা। এটি বিশ্ব কৃষির জন্য একটি সুখবর।

শনিবার, ৮ই আগষ্ট লন্ডনে বাড়ীর আঙ্গিনা ও স্থানীয় সরকারের দেয়া লিজকৃত এলটমেন্টে কৃষিকাজ করেন, এমন একটি শখের কৃষক গ্রুপের ভার্চুয়াল সম্মেলনে অতিথি পর্যবেক্ষকের বক্তব্যে এমন মন্তব্য করেন ‘মাটি ও মানুষ’ পরিচালক।

লন্ডনের অনলাইন নিউজ পোর্টাল ‘সত্যবাণী’র (www.shottobani.com) সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী’টিভি’র প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম এবং কৃষি মন্ত্রনালয় ও আন্তর্জাতিক ফার্টিলাইজার ডেভোলাপমেন্ট সেন্টার যুক্তরাষ্ট্রের এগ্রোবেজড ইন্ডাষ্ট্রিজ ডেভোলাপমেন্ট প্রজেক্টে কাজের অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ সরকারের অবঃ যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাও অতিথি পর্যবেক্ষক হিসেবে বক্তব্য রাখেন। 

কয়েকজন কৃষি প্রেমিকের উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলন থেকে শারীরিক সুস্থতা ও দেশীয় সব্জির স্বাদ নিতে ব্রিটেনের প্রতিটি বাঙালী পরিবারেরই এমন শখের কৃষি কাজে সম্পৃক্ত হওয়া উচিত বলে প্রবাসীদের পরামর্শ দেয়া হয়। জুম এপের মাধ্যমে আয়োজিত এই সম্মেলনে নিজেদের অনুভূতি প্রকাশের পাশাপাশি শখের কৃষকরা তাদের ফসল ক্ষেতও প্রদর্শন করেন।

সত্যবাণীর প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশার সঞ্চালনায় এই ভার্চুয়াল সম্মেলনে অংশ নেন সত্যবাণীর উপদেষ্টা সম্পাদক, শখের কৃষক সাংবাদিক আবু মুসা হাসান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ইমদাদুল হক চৌধুরী, কমিউনিটি নেতা মাহমুদ এ রউফ, বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক মুহাম্মদ আব্দুস সাত্তার, টিভি উপস্থাপক উর্মী মাজহার, শখের কৃষক ও অব:প্রাপ্ত শিক্ষক সৈয়দ রকিব, ব্রডকাষ্ট জার্নালিষ্ট বুলবুল হাসান, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলার সৈয়দা সায়মা আহমেদ, সত্যবাণীর বার্তা সম্পাদক, শখের কৃষক নিলুফা ইয়াসমিন, গার্ডেনার সৈয়দা বিলকিস মনসুর, কমিউনিটি ও মানবাধিকারকর্মী সত্যব্রত দাশ স্বপন, গার্ডেনার জান্নাতুল ফেরদাউস, কমিউনিটি একটিভিষ্ট আইয়ুব করম আলী ও ইফেতেখারুল হক পপলু প্রমূখ। 

ঢাকা থেকে সম্পৃক্ত অতিথি পর্যবেক্ষক, কৃষি বিশেষজ্ঞ, বাংলাদেশ সরকারের অবঃপ্রাপ্ত যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা ব্রিটেনে সব্জি বা ফুলের চাষের সাথে জড়িত শখের কৃষকদের ‘নান্দনিক কৃষক’ আখ্যায়িত করে বলেন, কৃষির সাথে আপনাদের এই সম্পৃক্ততা বাংলাদেশের ভূমিহীন দরিদ্র কৃষকদের নিঃসন্দেহে সম্মানিত করবে। দারিদ্রের কষাঘাতে জর্জরিত বাংলাদেশের কৃষকরা একমাত্র নিজেদের মনোবলের কারনে দেশটির বিশাল জনগোষ্ঠির খাদ্য যোগান দিচ্ছে, এমন মন্তব্য করে জগলুল পাশা বলেন, ব্রিটেনে কৃষিকাজের প্রতি আপনাদের সাম্প্রতিক এই আগ্রহকে সাংগঠনিক রূপ দিয়ে আপনারা বাংলাদেশের দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে পারলে আজকের এই ভার্চুয়াল শখের ‘কৃষক’ সম্মেলন সার্থকতা পাবে বলে আমার বিশ্বাস।

অতিথি পর্যবেক্ষক বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ভার্চুয়াল শখের ‘কৃষক’ সম্মেলনকে একটি ব্যতিক্রমী উদ্যোগ মন্তব্য করে বলেন, এই সম্মেলন বাংলাদেশের দরিদ্র  কৃষক সমাজের প্রতি সম্মান প্রদর্শন হিসেবেই আমরা ধরে নিচ্ছি। তিনি বলেন শারিরীক সুস্থতা ও পুষ্টিকর খাবার চাহিদা মিটাতে আপনাদের এ শখের সব্জি চাষ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ইমদাদুল হক চৌধুরী বলেন, ব্রিটেনের বাঙালিদের এই শখের কৃষি কাজ মাটি ও প্রকৃতির সাথে তাদের একটি নিভির সম্পর্ক গড়ে তুলবে।

শারীরিক সুস্থতা ও দেশীয় সব্জির স্বাদ নিতে ব্রিটেনের প্রতিটি বাঙালী পরিবার সদস্যদেরই এমন শখের কৃষি কাজে সম্পৃক্ত হওয়া উচিত বলে সম্মেলনের অন্যান্য বক্তারা মত প্রকাশ করেন।

উদ্যাক্তারা জানান, শখের কৃষি কাজের সাথে জড়িতরা চাইলে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর সামার টাইমে প্রবাসে বসবাসরত বিশ্ববাঙালীদের নিয়ে এমন সম্মেলন করার পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, ব্রিটেনে বিভিন্ন শহরে বসবাসরত প্রায় ৮ লক্ষ বাংলাদেশীর অনেকেই এখন নিজের বাড়ীর গার্ডেন ও স্থানীয় কাউন্সিল থেকে লিজে নেয়া এলটমেন্টে সব্জি ও ফুলের চাষ করছেন। কাউন্সিল ফ্লাটে বসবাস করেন, এমন কৃষি প্রেমিকরাও টবের মধ্যে নিজের ফ্লাটেও করছেন সব্জি চাষ।

You might also like