লন্ডনে ফিরোজ খানের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত: লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বৃটেনের প্রথম বাংলা স্যাটেলাইট টিভি চ্যাানেল বাংলা টিভি’র প্রাক্তন চেয়ারম্যন ফিরোজ খানের দ্বিতীয় জানাযার নামায শুক্রবার ১১জুন বাদ জু্ম্মা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজের পূর্বে মরহুমের ছেলে তার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চান। নামাজে ইমামতি করেন ইস্ট লন্ডন জামে মসজিদের খতিব শেখ আব্দুল কাইয়ূম । এতে মরহুমের পরিবার, নিকটাত্মীয় ,সাংবাদিক , ব্যবসায়ীসহ কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। এর আগে গত বৃহস্পতিবার ১০জুন মরহুমের প্রথম জানাযা ম্যানচেস্টারের শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে তিনি মানচেস্টারে ইন্তকাল করেন।

লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক

বিলেতে বাংলা টিভির প্রাক্তন চেয়ারম্যন ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফিরোজ খানের ইন্তকালে গভীর প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী ,সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবারের ও ট্রেজারার আ স ম মাসুম।এক শোক বার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন,ফিরোজ বাংলা টিভি দীর্ঘদিন পরিচালনা করে বাংলা মিডিয়াতে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তিনি পাশাপশি একজন সফল ব্যবসায়ী হিসেবে ও খ্যাতি লাভ করেছেন।তার ইন্তকালে কমিউনিটি একজন নিবেদিত প্রাণ মিডিয়া ব্যাক্তিত্বকে হারালো।ক্লাব নেতৃবৃন্দ মরহুম ফিরোজ খানের আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।তারা মরহুমের পরিবারের শোক সহ্য করার শক্তি প্রদানের জন্য সৃস্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

You might also like