লন্ডনে বেঙ্গালি ফটো আর্কাইভ এর উদ্বোধন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: বেঙ্গলি ফটোগ্রাফি আর্কাইভ’ পূর্বলন্ডন এলাকার অতীত এবংবর্তমানের বাঙালি সম্প্রদায়ের জীবনযাত্রার  চিত্রগুলির একটিনতুন সংগ্রহ শুরু করেছে । অকপটে তোলা ছবি থেকে শুরুকরে ষ্টুডিওতে তোলা পারিবারিক ছবি পর্যন্ত আর্কাইভটিএকটি সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস উঠে আসবে যারা এখানে বসবাস করেন বা  প্রত্যক্ষ করেছেন  তাদের দৃষ্টিকোণ থেকে।

১অক্টোবরে অনুষ্টিত ফোর কর্নার্স এর অনুষ্টানে বক্তব্য রাখেন ফোর কর্নার্স এর পরিচালক কার্লা মিচেল ও স্বাধীনতা ট্রাস্টের ব্যবস্থাপক আনসার আহমেদ উল্লাহ। আরও বক্তব্য রাখেন কাউন্সিলর মাইশা বেগম। উপস্থিত ছিলেন বর্ণবাদ বিরোধী সংগঠক রাজনউদ্দিন জালাল, টেরি ফিটজপ্যাট্রিক, ক্লেয়ার মারফি, কাউন্সিলর জ্যোত্স্না ইসলাম, কুইন মেরি ইউনিভার্সিটি প্রফেসর এলেস্টার ওয়েন্স, সবনা বেগম    ও স্বাধীনতা ট্রাস্টের সভাপতি জুলি বেগম সহ আরও অনেকে।

কার্লা মিচেল বলেন, ‘আমরা স্বেচ্ছাসেবকদের আমন্ত্রণজানাচ্ছি, বাঙালি সম্প্রদায়ের দৈনন্দিন জীবনের গল্পেরসংরক্ষণাগারে আমাদের সাথে যোগদান করতে। ‘

তাছাড়াও,’ফটোগ্রাফগুলি টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রিলাইব্রেরি এবং আর্কাইভে জমা করা হবে এবং মানুষের স্মৃতিরঅডিও এবং চিত্রায়িত রেকর্ডিংয়ের পাশাপাশি অনলাইনে রাখাহবে। ‘

ফোর কর্নারস এবং স্বাধীনতা ট্রাস্টের প্রকল্পটি ২০২৩ সালের গ্রীষ্মপর্যন্ত চলবে।

আরো জানতে হলে যোগযোগ করেনwww.fourcornersfilm.co.uk//whats-on/bengali-photography-archive

You might also like