লন্ডনে শতবর্ষ ও বিজয় দিবস উদযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’র ভার্চুয়াল সভা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাইদের নিয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’র ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ২৮ নভেম্বর ২০২০।করোনা ভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও বিজয় দিবসের ভার্চুয়াল উদযাপনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ক্লাবের পরিচালনা পরিষদের সদস্যরা।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য, থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী। পরিচালনা পরিষদের অপর সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক তানভীর আহমেদ, ডক্টর আশরাফ উদ্দীন, ডক্টর মাহফুজ রহমান, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার অজয় রায় রতন, শিক্ষক বিভাস পুরকায়স্থ, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, এ্যাডভোকেট শাহ আলম সরকার, ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার, তাসলিমা খান মীরা, পলি জাহান, ফাতেমা বেগম লিলি, রেহানা ফেরদৌস মনি, গোলাম মর্তুজাসহ আরো অনেকে। আলোচনাকালে বক্তারা করোনা ভাইরাস মহামারীর সময় ক্লাব এবং আন্তর্জাতিক কার্যক্রম গতিশীল রাখতে ভার্চুয়াল অনুষ্ঠানমালার উপর গুরুত্বারোপ করেন। সভা শেষে সাংবাদিক তানভীর আহমেদের মায়ের মৃত্যুতে বিশেষ শোক ও দোয়া পরিচালনা করেন এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

You might also like