লন্ডন থেকে সিলেটে আসা ২৮ প্রবাসীর করোনা শনাক্ত

নিউজডেস্ক
সত্যবাণী

সিলেট: লন্ডন থেকে সিলেটে আসা ১৫৭ যাত্রীর মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ এসেছে।গত ২১ জানুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে এই যাত্রীরা আসেন এবং কোয়ারেন্টিনে যান। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন।২১ জানুয়ারি ফ্লাইট অবতরণের পরপর সরকারি নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে যাত্রীদের চার দিনের জন্য বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।

পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান, সোমবার (২৫ জানুয়ারি) তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছেড়ে দিতে রবিবার (২৪ জানুয়ারি) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। এতে ২৮ জন করোনা পজিটিভ আসে। করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ আসা ২৮ যাত্রীকে খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।করোনা আক্রান্ত যাত্রীদের মধ্যে হোটেল নুরজাহানে ১৫ জন, হোটেল ব্রিটানিয়ায় ৫ জন, হোটেল হলিগেটে ৪ জন, হোটেল হলি সাইডে ১ জন এবং হোটেল লা রোজ সেন্টারে ৩ জন ছিলেন।

You might also like