লাইসেন্সবিহীন বাড়িওয়ালাদের বিরুদ্ধে অভিযান
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা গত বছর দুর্বৃত্ত বাড়িওয়ালাদের কাছ থেকে ১০০ হাজার পাউন্ডেরও বেশি অর্থ ফিরে পেতে ভাড়াটাদেরকে সহায়তা করেছি।রেন্ট রিপেমেন্ট অর্ডার ব্যবহার করে এই অর্থ উদ্ধার করা হয়। এই অর্ডার প্রয়োগ করে লাইসেন্সবিহীন বাড়ির মালিকদের কাছ থেকে সর্বোচ্চ ১২ মাসের ভাড়ার অর্থ ফেরত আনতে কাউন্সিল এবং টেনেন্টরা সক্ষম হন।লাইসেন্স ছাড়া বাড়ি বা প্রোপার্টি ভাড়া দিলে সংশ্লিষ্ট ল্যান্ডলর্ড বা মালিকদের বিচারের মুখোমুখি হওয়া, ফৌজদারি সাজা বা সীমাহীন আর্থিক জরিমানা দিতে হতে পারে। এছাড়া লাইসেন্সবিহীন বাড়িওয়ালারা তার ভাড়াটিয়ার বিরুদ্ধে উচ্ছেদ সংক্রান্ত আইনি ক্ষমতা প্রয়োগের সক্ষমতাও হারাতে পারেন।