লাউয়াই কমিউনিটি ক্লিনিকে রোটারি ক্লাবের বিভিন্ন সামগ্রি হস্তান্তর
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: আওয়ামী লীগ সিলেট মহানগরির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,রোটারিয়ান ডা. মিফতাউল হোসেন সুইট বলেছেন,ন্যূনতম চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে জননেত্রী শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো গতিশীল করতে হবে।এ জন্য শুধুমাত্র সরকারের মুখাপেক্ষি হয়ে বসে থাকলে আমাদের চলবে না।সচেতন সমাজকর্মী হিসেবে আমাদেরও কিছু না কিছু দায়িত্ব নিতে হবে।তবেই আমাদের আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সুবিধা কিছুটা হলেও নিশ্চিত হবে।
গত (৮ ডিসেম্বর) সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের লাউয়াই কমিউনিটি ক্লিনিকে রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি’র পক্ষ থেকে অফিসিয়াল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ক্লাব সভাপতি রোটারিয়ান আব্দুল জলিল মল্লিকের সভাপতিত্বে এবং পিপি রোটারিয়ান নজমুল ইসলাম খসরু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিলেট জেলা পরিষদ সদস্য ও রোটারি ক্লাব অব সিলেট সাউথের রোটারিয়ান মোঃ মতিউর রহমান ও রোটারি ক্লাব অব সিলেট রয়েলস্-এর রোটারিয়ান রেজাউল ইসলাম। বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি’র রোটারিয়ান আনোয়ার হোসেন, রোটারিয়ান গোলাম রহমান, বীর মুক্তিযোদ্ধা রণলাল দাশ সুরেশ, দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা, ক্রীড়া সংগঠক আক্কাছ উদ্দিন আক্কাই, লাউয়াই স্পোর্টিং ক্লাবের শিক্ষা সম্পাদক সায়েম আহমদ, নির্বাহী সদস্য মোহাম্মদ সেলিম আহমদ, ক্লিনিকের ভূমিদাতার পক্ষে নাসির উদ্দিন আহমদ, স্বাস্থ্য সহকারী শাহনাজ বেগম লাকী, পরিবার কল্যাণ সহকারী মন্দিরা সরকার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতালী চক্রবর্তী। প্রধান অতিথি লাউয়াই কমিউনিটি ক্লিনিক পরিচালনায় তাঁর নিজের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। পরে রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি’র পক্ষে লাউয়াই কমিউনিটি ক্লিনিকে একটি আধুনিক পানির ফিল্টার, ১টি অফিসার্স চেয়ার, ১টি ফোল্ডিং টেবিল, ৪টি ভিজিটর চেয়ার, ১টি পানির ফিল্টার, ১টি আধুনিক ডায়াবেটিস চেক-আপ মেশিন, ১ সেট ক্রোকারিজ সামগ্রি, ৪ প্যাকেট মাস্ক ইত্যাদি হস্তান্তর করা হয়।