লাদাখ সীমান্তে ভারত-চীন নতুন উত্তেজনা

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ভারত-চীন: আড়াইমাস পরে আবারো ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।গত ২৯ আগস্ট রাতে পূর্ব লাদাখে এঘটনা ঘটে।ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, প্যাংগং সো লেক এর দক্ষিণ দিকে চীনের পিপলস লিবারেশন আর্মি সব আলোচনা ভেঙে ভারত ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। ২৯-৩০ আগস্ট রাতে তার লাদাখের পূর্বাঞ্চলে উসকানিমূলকভাবে হামলার চেষ্টা করে। ভারতীয় সেনাবাহিনী চীনা সেনাদের অভিপ্রায় বুঝতে পেরে বাধা দেয়। দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। রাতভর এই সংঘর্ষে কোনো জীবনহানীর ঘটনা ঘটেনি। এই ঘটনার পর প্যাংগং সো বরাবর সীমান্তে চীন তাদের জে-টোয়েন্টি ফাইটার জেট এর একটি বহরকে মোতায়েন করেছে। তারা সীমান্তের কাছে চীনা আকাশসীমায় মহড়া দিচ্ছে।

ভারতীয় সেনাপ্রধান এমএম নাভরানে সেনাবাহিনীর সব ডিভিশনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) চুসুলে দু’দেশের সেনাকর্তাদের ফ্ল্যাগ মিটিং হয়েছে সীমান্তে শান্তি বজায় রাখার জন্যে।ভারতের সেনাবাহিনী আরো জানিয়েছে, সেনাবাহিনী ও কূটনৈতিকভাবে যে আলোচনা এগিয়েছে, তা মাড়িয়ে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটায় চীন। সে কারণে ভারতের সেনাবাহিনী তা আটকানোর চেষ্টা করেছে।এর আগে গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনা শহীদ হয়। এরপর দু’দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হয়। এরই মধ্যে আবারো সংঘাতে দু’দেশ।

You might also like