লুটন বিমান বন্দরে এক আইসিস জঙ্গী গ্রেফতার

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ বিটলসনামে পরিচিত এক ব্রিটিশ আইসিস জঙ্গিকে লুটন বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিস। আইসিস জঙ্গিগোষ্ঠির অপহরণ এবং খুন সেলের সদস্য ওই জঙ্গিকে তুরস্কে সাড়ে সাত বছর জেলদন্ড ভোগের পর বুধবার ব্রিটেনে ফিরে আসার সময় লুটন বিমান বন্দরে গ্রেপ্তার করা হয়। আইসিস জঙ্গী গ্রুপের সদস্য হিসেবে অপহরণ ও খুনের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ডেইলী সান পত্রিকার রিপোর্টে বলা হয় ৩৮ বছর বয়সী ওই জঙ্গি তুরস্ক থেকে একটি ফ্লাইটে লুটন বিমান বন্দরে অবতরণের পর গ্রেপ্তার করা হয় তাকে। তুরস্কে সে সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধে সাড়ে সাত বছরের কারাদণ্ড ভোগ শেষে ব্রিটেনে ফিরছিলো।

ওই ব্রিটিশ নাগরিক আইসিস সেলের একজন সক্রিয় সদস্য ছিলো। সে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে সিরিয়ায় কয়েক ডজন বিদেশীকে জিম্মি করে। ব্রিটিশ উচ্চারণের কারণে বন্দীদের কাছে সে “বিটলসনামে পরিচিত ছিলো ৷ মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস বিরোধী টিম এক বিবৃতিতে বলেছে অফিসাররা লুটন বিমানবন্দরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আটক জঙ্গির আসল নাম জানা যায়নি।

You might also like