লেবাননে কোনও বাংলাদেশি নিহত হয়নি

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

লেবানন: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন।এ ঘটনায় অন্তত ৩ হাজার ৭০০ জন মানুষ আহত হয়েছেন।তবে বাংলাদেশি কেউ বিস্ফোরণে নিহত হননি বলে জানিয়েছেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন।মামুন জানান,সামরিক বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।আহতের সংখ্যা অনন্ত ১০ জন।এদের মধ্যে দুইজন গুরুতর জখম হয়েছেন,বাকিরা কানে মাথায় ব্যথা পেয়েছেন।তিনি আরও জানান,খবর পেয়েই রাষ্ট্রদূতসহ আমরা বন্দর এলাকায় পৌঁছে যাই এবং আহত বাংলাদেশিদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি।

উল্লেখ্য,মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত বন্দরে বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর।বিস্ফোরণস্থলে কয়েক মাইল দূরের ভবনের জানালাও ভেঙে গেছে।বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।তবে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে,বন্দরের রাসায়নিকের গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটেছে। অন্যদিকে রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে,বিস্ফোরণের আগে বন্দরের কাছে আতশবাজির একটি গুদামে আগুন লেগেছিল

You might also like