শঙ্কামুক্ত আবুল হাসানাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ’র স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস চালু হওয়ায় তার অক্সিজেন সাপোর্ট খুলে নেয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আবুল হাসানাত আবদুল্লাহ’র অক্সিজেন সাপোর্ট খোলার পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার হাসানাত আবদুল্লাহকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হৃদযন্ত্রে দুটি ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। তার একান্ত সচিব মোহাম্মদ খায়রুল বশার জানান, শনিবার দুপুরে শঙ্কামুক্ত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ তার অক্সিজেন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাকে এখনই নিবিড় পরিচর্যা কেন্দ্রের বাইরে নেওয়া হবে না। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

প্রসঙ্গত, হার্টের অসুস্থতাজনিত কারণে গত মঙ্গলবার থেকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে এনজিওগ্রাম শেষে তার হার্টে দু’টি রিং পরানো হয়।

You might also like