শতভাগ সোশ্যাল রেন্টের ১৭টি নতুন কাউন্সিল হোম উদ্বোধন করলেন মেয়র লুৎফুর রহমান

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসের লাইমহাউজ এলাকায় কাউন্সিলের মালিকানাধীন একটি আবাসন বিল্ডিং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান।৩১ জুলাই নবনির্মিত ক্রিস ব্রেইথওয়েট হাউজের নতুন বাসিন্দারা মেয়রকে স্বাগত জানান এবং তাদের ফ্ল্যাটের বিভিন্ন দিক ঘুরিয়ে দেখান।এসময় নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “মিঃ আহমেদ এবং তার পরিবারের সাথে দেখা করা এবং তাঁর নতুন বাড়ির চারপাশ ঘুরে দেখাটা আমার জন্য ছিল খুবই আনন্দের। আমি নির্মান শৈলী ও মান দেখে মুগ্ধ হয়েছি, ঘরগুলোতে প্রাকৃতিক আলো এবং দৃশ্যগুলি দুর্দান্ত।”
তিনি বলেন, “নতুন বাড়ি তৈরি করা এবং টাওয়ার হ্যামলেটসে এক ঘরে গাদাগাদি করে বসবাসকারী পরিবারগুলোকে সাহায্য করাই আমাদের লক্ষ্য। আমরা চার বছরে ৪ হাজারটি নতুন সোশ্যাল হাউজিং বা অর্থাৎ সামাজিক আবাসন গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছি এবং আমাদের অংশীদারদের সাথে মিলে একসাথে এই বারার জনগণকে উপযুক্ত, সাশ্রয়ী মূল্যের বাড়ি পেতে সহায়তা করার লক্ষ্যে এই লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করছি।

কাউন্সিলর কবির আহমেদ বলেছেন, “ক্রিস ব্রেথওয়েট হাউস হল বেশ কয়েকটি নতুন বাড়িগুলির মধ্যে একটি যা এই কাউন্সিল তৈরি করছে, যা এই বছরে সম্পূর্ণ হবে এবং বাসিন্দাদের স্থানান্তরের জন্য প্রস্তুত হবে৷ আমরা জানি আমাদের এই বারায় ওভারক্রাউডিং একটি গুরুতর সমস্যা রয়েছে এবং নতুন বাড়ি তৈরি করে এবং যেখানে আমরা পারি, জায়গার আরও ভাল ব্যবহার করার জন্য বিদ্যমান বাড়িগুলোকে মানিয়ে নেওয়ার মাধ্যমে হাউজিং সমস্যা মোকাবেলা করার জন্য কঠোর পরিশ্রম করছি।মেয়র লুৎফুর রহমান, রিজেনারেশন, ডেভেলপমেন্ট এন্ড হাউজবিল্ডিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর কবির আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চীফ এক্সিকিউটিভ স্টিভ হলসি এবং মূল ঠিকাদারী প্রতিষ্ঠান বুয়েগস ইউকে’র সিইও রব ব্রাডলি ও ওপারেটিং ডিরেক্টর ডেভিড ফেলস আনুষ্ঠানিকভাবে বিল্ডিংটি উদ্বোধন করেন। এ সময় টাওয়ার হ্যামলেটস্ হোমস্ এর হেড অব রিপেয়ার্স হিলারি হো, প্রজেক্ট ম্যানেজারগণ ও কাউন্সিলের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।নির্মাণকারী প্রতিষ্ঠান বুয়েগ-এর সিইও রব ব্র্যাডলি যোগ করেছেন, মেয়র লুৎফুর রহমান এবং টাওয়ার হ্যামলেটসে আমাদের অংশীদারদের সাথে মিলে সম্প্রতি সম্পন্ন হওয়া উচ্চ মান সম্মত এই ঘরগুলো উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। এখানকার নতুন বাসিন্দাদের উপর ইতিবাচক প্রভাবের কথা শোনার জন্য এটি ছিল দুর্দান্ত সুযোগ। বুয়েগস এই বারায় আরও সাশ্রয়ী মূল্যের এবং সামাজিক আবাসন প্রদানের পাশাপাশি স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান, শিক্ষানবিশ এবং কাজের অভিজ্ঞতার সুযোগ প্রদানের জন্য মেয়রের মিশনকে সমর্থন করতে পেরে গর্বিত।

কাওসার আহমদ এবং তাঁর পরিবার শেডওয়েলের ওভারক্রাউডিং ফ্ল্যাট থেকে সম্প্রতি নতুন এই ফ্ল্যাটে এসে ওঠেছেন। তিনি বলেন, “এটি চমৎকার একটি প্রোপার্টি। অফার গ্রহণ করার আগে আমরা ফ্ল্যাটটি দেখার সুযোগ পাইনি, তবে এটা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। পানির পাশে বাস করা ও বাইরের দৃশ্য নিঃসন্দেহে অনেক সুন্দর। এখানে রয়েছে পর্যাপ্ত স্থান, যার ফলে আমরা আরো স্বাচ্ছন্দ্যে এখন বসবাস করতে পারবো। এর আগে আমরা দুই বেডরুমের একটি ফ্ল্যাটে ছিলাম, যেটা ছিল ভীষণ ওভার ক্রাউডিং এবং যা আমার বাচ্চাদের পড়ালেখায় দারুণ সমস্যার কারণ হচ্ছিল। এখন আমাদের রয়েছে পর্যাপ্ত স্থান।ক্রিস ব্রেথওয়েট হাউস পাঁচ থেকে আট তলা পর্যন্ত। এটি ১০০ ভাগসোশ্যাল রেন্টের জন্য ১৭টি এক, দুই, তিন এবং চার বেডরুমের ফ্ল্যাট নিয়ে গঠিত। ২০২০ সালের অক্টোবরে সাইটে কাজ শুরু হয়েছিল এবং এই প্রকল্পের অংশ হিসেবে এখানে শিশুদের জন্য নতুন খেলার জায়গা, উন্নত আলোর ব্যবস্থাকরণ এবং নতুন গাছ রোপন সহ লকসলে এস্টেটের বিস্তৃত উন্নতি সাধন করা হয়।

You might also like