শমশেরনগর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির আর নেই

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেল আ’লীগের সহ-সভাপতি, জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, শমশেরনগর আব্দুল মছব্বির একাডেমির প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সালিশ বিচারক মো. আব্দুল মছব্বির (৭৫) আর নেই (্ইন্নালিল্লাহি—–রাজেউন)।৯ জুলাই রোববার ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবত তিনি কিডনী জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১০ জুলাই সোমবার সকাল ১১টায় শমশেরনগর শিংরাউলী ইলিভেন স্টার মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে সোনাপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুল মুসল্লি অংশ নেন।আব্দুল মছব্বিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

You might also like