শহীদজননী জাহানারা ইমামের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মূল কমিটির আলোচনা সভা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আজ ৩ মে,বুধবার,বিকেল সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শহীদজননী জাহানারা ইমামের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাহানারা ইমামের আন্দোলন: তরুণদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার।উক্ত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার লেখক মারুফ রসূল এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি শহীদসন্তান আসিফ মুনীর।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সাধারণ সম্পাদক শহীদসন্তান অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, ঘাসফুল শিশু কিশোর সংগঠনের সভাপতি সমাজকর্মী হাসান আব্দুল্লাহ বিপ্লব এবং অনলাইন বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর সহকারী সম্পাদক লেখক সাংবাদিক সুশীল মালাকার।সভার প্রারম্ভিক বক্তব্যে নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ‘৩১ বছর আগে শহীদজননী জাহানারা ইমাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে নাগরিক আন্দোলনের সূচনা করেছেন বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে তা আজ বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলেও আমাদের আরও দীর্ঘ, কঠিন ও বিপদসঙ্কুল পথ অতিক্রম করতে হবে। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অন্ধকার যেভাবে সমাজ ও রাজনীতিকে গ্রাস করেছে সেখান থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে, যেভাবে তরুণরা অংশগ্রহণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে ’৫২-এর ভাষা আন্দোলনে, ’৬৯-এর গণঅভ্যুত্থানে এবং ’৭১-এর মুক্তিযুদ্ধে।তিনি বলেন, ‘১৯৯২ সালের ২৬ মার্চ জামায়াত সমর্থিত খালেদা জিয়ার বিএনপি সরকারের যাবতীয় হুমকি ও বাধা অগ্রাহ্য করে জাহানারা ইমামের নেতৃত্বে শীর্ষ যুদ্ধাপরাধী