শায়েস্তাগঞ্জে মাদকের ছড়াছড়িঃ অপরাধপ্রবণতা বৃদ্ধি

সত্যবাণী
সিলেট অফিসঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলগেইট এলাকায় হাত বাড়ালেই ইয়াবা, ফেনসিডিল পাওয়া যাচ্ছে। সরকারি রেলের জায়গা দখলের মাধ্যমে সেখানে বস্তি নির্মাণ করে একদল মাদক ব্যবসায়ী কৌশলে এসব বিক্রি করছে। ফলে যুবসমাজ ধ্বংসসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দাউদনগর বধ্যভূমি এলাকার পরিবেশ নষ্টসহ যুবসমাজ বিপথে যাচ্ছে। বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগের সুত্রে শায়েস্তাগঞ্জ থেকে সংবাদদাতা জানান, অত্র এলাকার রেল লাইনের পাশে সুরেশ রবি দাস, আব্দাল মিয়াসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী সন্ধ্যার পর থেকেই পরিত্যক্ত কলোনি, রেস্টহাউজ, রেলগেইট, দাউদনগর বাজারসহ বিভিন্ন এলাকায় কৌশলে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ মাদক বিক্রি করছে।
মঙ্গলবার সন্ধ্যায় ডিবির একটি দল ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। কিন্তু এর আগেই মাদক ব্যবসায়ীরা সটকে পড়ায় তাদের ধরা সম্ভব হয়নি।
সূত্রে জানা গেছে, আব্দালকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ধরেছিলো। কিন্তু রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেয়া হয়।

You might also like