শাল্লায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে বিষপানে মায়ের মৃত্যু

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুই শিশু সন্তানসহ বিষপান করেছেন আঁখি আক্তার (২৬) নামের এক গৃহবধূ।এ ঘটনায় সন্তানরা বেঁচে গেলেও মৃত্যু হয়েছে মায়ের।আজ সোমবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি আক্তার ওই গ্রামের শামসুল হকের স্ত্রী।বেচেঁ যাওয়া সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) তাদের সন্তান।পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো হাওরে মাছ ধরতে যান শামসুল হক। দুপুরে বাড়ি এসে দেখতে পান স্ত্রীসহ তার দুই সন্তান বিষপান করে মৃত্যুযন্ত্রণায় চটপট করতেছেন। এ সময় সন্তানরা জানায় তাদের বিষ খাওয়ানো হয়েছে। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদের শাল্লা সদর হাসপাতালে নিয়ে যান।শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সিলেট যাওয়ার পথে আঁখি আক্তার মারা যান। পরে দুই সন্তানকে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শামসুল হক। এখন তাদের অবস্থা উন্নতির দিকে।এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনর্চাজ (ওসি) আমিনুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

You might also like