শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাওঁ গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাঠের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলার দিরাইয়ের চরনারচরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ইউনিয়নের চরনারচর গ্রামবাসীর উদ্যোগে গ্রামের রাস্তার পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধ্ াঅনিল চন্দ্র দাসের সভাপতিত্বে ও নীরেশ চন্দ্র বৈষ্ণবের সঞ্চালনায় এ সময় রাখেন রমাকৃষ্ণ সূত্রধর,বীর মুক্তিযোদ্ধা হেমেন্দ্রশুক্লবৈদ্য,দেবরাজ দাস,বিমান দাস,পরেশ দাস,সবজু দাস,সুজিত দাস,হরি সূত্রধর,ঐলেন বৈদ্য,রনরায়,বল্লব বৈষ্ণব,নিকেশ দাস,বিপ্লব বৈষ্ণব প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন,গত ১৭ই মার্চ নোয়াগাও গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা ,ভাংচুর ও লুটপাঠের ঘটনার সাথে জড়িত সকল গ্রেপ্তারকৃত ৩০ জন দৃস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রধানমন্ত্রী ও স্থানীয় পুলিশ প্রশাসনের উর্ধবতন কর্তৃপক্ষের নিকট দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।

You might also like