শাহজাহান সিরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৫ জুলাই) এক শোকবার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে শাহজাহান সিরাজের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ ও তার মেয়ের সাথে ফোনে কথা বলে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান।দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা পর্বের সাক্ষী শাহজাহান সিরাজ।শাহজাহান সিরাজ ছাত্রলীগের নেতা হিসেবে ১৯৭১ সালের ৩ মার্চ ছাত্র সমাজের পক্ষে পড়েছিলেন স্বাধীনতার ইশতেহার। মুজিব বাহিনীর কমান্ডার হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।তবে স্বাধীনতার পর ছাত্রলীগ ছেড়ে জাসদ গঠনে ভূমিকা রাখেন শাহজাহান সিরাজ। রাজনীতির শেষ জীবনে তিনি বিএনপিতে যোগ দিয়ে মন্ত্রীও হয়েছিলেন।

You might also like