শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা ও সেচ্ছাচারিতার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী নাসিম চৌধুরী, আবু সালেহ, দিপাল ভট্রাচার্য্য, নাঈম আহমেদ শিশির, ইকবাল হোসেন তাজকিরা হক তাজিন প্রমুখ।প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন কিন্তু সন্ত্রাসী কায়দায় পুলিশি হামলা সত্যি খুব দুখ জনক। শুধু তাই নয় শিক্ষার্থীরা আজকে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে তাকা উপাচার্যের পদত্যাগের দাবি জানান।

You might also like