শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য বিষয়ক নতুন প্রচারাভিযান

নিউজডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ মহামারীর এই সময়ে বেশির ভাগ পরিবারই তাদের দৈনন্দিন জীবনে উত্থান-পতনের অভিজ্ঞতা অর্জন করেছে। শিশু ও তরুণ বয়সীরা এখন আবার স্কুল কিংবা কলেজে ফিরে গেছে।বর্তমান সময়ের প্রেক্ষিতে বাচ্চারা যাতে তাদের নিজেদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার দেখভাল নিজেরাই করতে পারে এবং এ ব্যাপারে তাদেরকে সহায়তা করতে পিতামাতা ও কেয়ারগণকে সক্ষম করে তুলতে পাবলিক হেলথ ইংল্যান্ড একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরামর্শটি এনএইচএস কর্তৃক সমর্থিত এবং শিশু ও ইয়াংদের মেন্টাল হেলথ বিষয়ক শীর্ষস্থানীয় চ্যারিটি সংগঠনগুলোর পার্টনারশীপের ভিত্তিতে এটি তৈরী করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে শিশু কিংবা কমবয়সী ছেলেমেয়ে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সংকট আছে এমন লক্ষণগুলো চিহ্নিত করতে মা-বাবা ও কেয়ারারদের সাহায্য করা এবং কিভাবে বাচ্চাদের সহায়তা করা যায়, সেব্যাপারে তাদের সক্ষম করে তোলা।এই প্রচারাভিযানকে সফল করতে সেলিব্রেটি অভিভাবকদের সহযোগিতায় একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র তৈরী করা হয়েছে। ভিডিওটি দেখতে ভিজিট করুন www.nhs.uk/oneyou/every-mind-matters/

You might also like