শুক্রবার লন্ডনে প্রথম জানাজা: শেষ শয্যা গ্রহনে জন্মভূমিতেই যাবে গাফ্ফার চৌধুরীর মরদেহ

স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী

লন্ডন:  শুক্রবার বাদ জুমআ স্থানীয় সময় ১.৩০ মিনিটে লন্ডন ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে একুশের গানের রচয়িতা কিংবদন্তী সাংবাদিক  আবদুল গাফফার চৌধুরীর প্রথম নামাজে জানাজা। এরপর শেষ শয্যা গ্রহনে জন্মমাটি বাংলাদেশে ফিরে যাবে বাঙালী জাতির এই অন্যতম শ্রেষ্ট সন্তানের মরদেহ।

আবদুল গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী  মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই সমাহিত করা হবে তাঁকে।

প্রতিক্রিয়া জানাচ্ছেন (বা থেকে) হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, গাফ্ফার চৌধুরীর ছেলে অনুপম চৌধুরী ও নাতি  জেকো চৌধুরী (মেয়ের ছেলে)।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে লন্ডন বার্নেট হাসপাতাল অঙ্গনে সদ্য প্রয়াত মি: চৌধুরীর ছেলে অনুপম চৌধুরী ও তিন মেয়ে ইন্দিরা, চিন্ময়ী ও তনিমা চৌধুরীর সাথে আলাপ শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ সরকারের শীর্ষব্যক্তিদের পরামর্শক্রমে পরিবার সদস্যদের সাথে এই আলোচনায় মিলিত হন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। এসময় তাঁর সাথে ছিলেন মিনিষ্টার প্রেস আশিকুন্নবী চৌধুরী,  যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংবাদিক ও সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গাফ্ফার চৌধুরী পরিবারের ঘনিষ্টজন  জামাল খান। বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী শামসুল হক টুকু ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীও এসময় উপস্থিত ছিলেন।

পরিবার সদস্যদের সাথে আলোচনা শেষে হাই কমিশনার উপস্থিত সাংবাদিকদের জানান, শুক্রবার নামাজে জানাজা শেষে কমিউনিটির শ্রদ্ধা নিবেদনের জন্য বাঙালির বাতিঘর খ্যাত গাফ্ফার চৌধুরীর মরদেহ কিছুক্ষনের জন্য পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কস্থ শহীদ মিনারে নিয়ে যাওয়ার  পরিকল্পনা আছে।’  হাই কমিশনার জানান, আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সোমবার যুক্তরাজ্য থেকে বিশেষ বিমানে দেশে পাঠানো হবে। দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

জনাব চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ি তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে শায়িত করা হবে বলে জানা গেছে।

বার্নেট হাসপাতালে শেষ যাত্রার সিদ্ধান্ত গ্রহনের আলোচনা

লন্ডনে জানাজা শেষে উনার তিন মেয়ে ইন্দিরা, চিন্ময়ী ও  তনিমা তাদের বাবার মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে বাংলাদেশে গমন করবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। লন্ডন বাংলাদেশ হাইকমিশন থেকে এ বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানানো হয় সাংবাদিকদের।

উল্লেখ্য,  বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৭.৪৯ মিনিটে যুক্তরাজ্যের লন্ডন বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী।

You might also like