শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত। ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা হবে। যেখানে থাকবে না দারিদ্র। যেখানে ধনী-গরিবের মধ্যে থাকবে না কোন বৈষম্য। সংস্থান হবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আর যথাযথ স্বাস্থ্যসেবা।পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ায় আহবান জানিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তোমরা এই সময়কে পড়াশোনায় ব্যয় করতে হবে। তোমাদের প্রত্যেককে এক একটি নক্ষত্র হতে হবে, এফআইভিডিবি’র যেহীন আহমদের মতো, স্যার ফজলে হাসান আবেদের মতো। তিনি বলেন, এফআইভিডিবি জন্মলগ্ন থেকে দারিদ্র্য বিমোচনে, শিক্ষাক্ষেত্রে ও দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।মন্ত্রী গত শনিবার সন্ধ্যায় সিলেটের খাদিমনগরস্থ

এফআইভিডিবি’র যেহীন আহমদ মিলনায়তনে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি, যেহীন আহমদ শিক্ষা পুরস্কার, এফআইভিডিবি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এফআইভিডিবি’র নির্বাহী পর্ষদের সভাপতি মোহাম্মদ সাফওয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয়ক নজরুল ইসলাম মনজুরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থা’র বর্তমান নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, এফআইভিডিবি’র নির্বাহী পর্ষদ সদস্য এ্যাডভোকেট ইইউ শহীদুল ইসলাম শাহীন। উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র সমন্বিত আর্থিক সেবা কর্মসূচির পরিচালক রুহেল কবির প্রমুখ।

You might also like