শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের আরও ২ মামলা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর পূর্বাচলের প্লট অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে প্লট অনিয়মের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রথম মামলায় শেখ হাসিনাসহ ৮ জন ও দ্বিতীয় মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জনকে আসামি করা হয়েছে।দুদক জানিয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সর্বোচ্চ পদাধিকারী পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বরত ও বহাল থাকা অবস্থায় নিজ ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও জেনেশুনে সজ্ঞানে পূর্বাচল আবাসন প্রকল্পের অতিমূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার প্লট নম্বর ০০৯ নিজ নামে বাস্তব দখলসহ রেজিস্ট্রিমূলে গ্রহণ করেন।এ ছাড়া নিজের পুত্র-কন্যার নামে, নিজ বোন ও বোনের পুত্র-কন্যার নামে পৃথক প্লট বরাদ্দ করিয়ে ও তাদের পৃথক নামে রেজিস্ট্রিমূলে বাস্তব দখলসহ গ্রহণ করিয়ে প্রতারণামূলক অবৈধ পারিতোষিক গ্রহণ, প্রদান ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে পরস্পর যোগসাজশে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দণ্ডযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে উল্লিখিত ধারায় একটি মামলা রুজু করা হয়।

You might also like