শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হবে :এমপি মানিক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সেই নেতাকে স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে স্ব-পরিবারে হত্যা করে মোশতাক চক্র। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুনীচক্র স্বাধীন বাংলাদেশকে অন্ধকারের দিকে ধাবিত করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর মেহেরবানী ও দেশবাসীর দীর্ঘ লড়াই-সংগ্রামে ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার গঠনে সক্ষম হয়। এই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা এখনো সরকার পরিচালনা করে যাচ্ছেন। যে কারণে দেশ আজ উন্নয়নের মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার সফল বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মসূচি ঘোষণা করেছেন। তাঁর এই ঘোষণার সফল বাস্তবায়ন ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে। আগামী সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারা আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।১৩ আগস্ট রোববার বিকেলে ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।জাউয়াবাজার ইউপি কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত এতে সভাপতিত্ব করেন জাউয়াবাজার ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুস শহিদ মুকিত। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আকলুছ মিয়া এবং প্রভাষক নাজমুল হকের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু শাহাদাত মোঃ লাহিন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিশংকর ভৌমিক, কমিউনিটি নেতা ও শিক্ষাবিদ আইয়ুব করম আলী, উপজেলা কৃষক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, জাউয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হক, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, কানাডা প্রবাসী আ’লীগ নেতা নুরুল ইসলাম।বক্তব্য রাখেন আ’লীগ নেতা আসক উদ্দিন, আব্দুল হক, মাস্টার নাসির উদ্দিন, আকবর আলী, প্রভাষক গৌছুল হক নাইম, রতন কুমার দে, ফয়জুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ নূরুজ্জামান, কবির আহমদ, আব্দুল কুদ্দূছ সুমন, আজির উদ্দিন, আমতর আলী, নুনু মিয়া, আলমগীর হোসেন, এহসান আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা খালেদ আহমদ, মাহতাব আহমেদ, নোমান মিয়া, রুয়েল আহমদ তালুকদার, সালমান ফারসী প্রমুখ।