শোকাবহ পরিবেশে সিলেট বঙ্গবন্ধু’র ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ স্বাধীন বাংলার অমর রূপকার, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস সিলেটে শোকাবহ পরিবেশে পালিত হয়েছে।এ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত অনুষ্ঠান সমুহে অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ।বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান। ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সিলেট মহানগরিতে জেলা প্রশাসক এবং উপজেলা কমপ্লেক্স কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ইত্যাদি নানা কর্মসূচি পালনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি পালন করেন। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন-এর পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, যুবলীগ নেতা আবু সুফিয়ান কুতুব, পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ প্রমুখ।

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার আহবায়ক মনোজ কপালী মিন্টুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুকিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা নাথু রাম বনিক। মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা সন্তান কমান্ড নেতা মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ছুরুকি। উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট শাখার সদস্য সচিব এম. এইচ বিশ্বাস পারভেজ, যুগ্ম আহবায়ক জাকারিয়া চৌধুরী জাকি, ডিপজল পাত্র প্রমুখ।

You might also like