শোকে ও শ্রদ্ধায় সিলেটে জাতীয় শোক দিবস পালন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ শোকে কাতর আর শ্রদ্ধায় অবনত সিলেট। শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে জাতীয় শোক দিবস। জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে নানা কর্মসূচি পালনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে সিলেটবাসী।১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পুস্পাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে নগর মুক্তিযোদ্ধা কমা-, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা ও নগর আ’লীগসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারি মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।জাতীয় শোক দিবস উপলক্ষে বিভাগীয় শহর সিলেটসহ বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌর শহর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমুহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শোক দিবসে সিসিকের নবনির্বাচিত মেয়র  আনোয়ারুজ্জামানের ব্যতিক্রমী কর্মসূচি
এদিকে, বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ উপলক্ষে তিনি ১৫ আগস্ট মঙ্গলবার দুপুরে আয়োজন করেন গণভোজের। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)’র মাজার প্রাঙ্গনে আয়োজিত গণভোজে অংশ নেন অন্ততঃ ১০ হাজার মানুষ।

নবনির্বাচিত মেয়রের তত্ত্বাবধানে গণভোজে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন আ’লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক শ’ নেতাকর্মী। জোহরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই মাজার প্রাঙ্গনে চলে এই গণভোজ।এছাড়াও বাদ জোহর হযরত শাহজালাল (রহ.)’র মাজার মসজিদে ও বাদ আছর হযরত শাহপরাণ (রহ.)’র মাজার মসজিদে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গণভোজ অনুষ্ঠানে আ’লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।এদিকে, জাতীয় শোক দিবসে সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভার।
শোক দিবসে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য আবু বক্কর প্রমুখ।

You might also like