শোক বিবৃতি
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ছায়ানটের সভাপতি,শিক্ষাবিদ,ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অধ্যাপিকা সানজিদা খাতুনের মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলনের শোক প্রকাশ।সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক ড.সৈয়দ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক শোক বিবৃতিতে ছায়ানটের সভাপতি ও সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক,অধ্যাপিকা সানজিদা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্র জীবন থেকেই তিনি আমৃত্যু একজন সমাজ প্রগতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে গেছেন। তার মৃত্যুতে দেশবাসী একজন দক্ষ সংগঠককে হারালো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত সহকর্মী, শুভ্যানুধ্যায়ী ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।