শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সিপিবির প্রাক্তন সভাপতি ও শ্রমিকনেতা শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।সাইফুল হক বলেন, ‘সিপিবির প্রাক্তন সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে দেশের শ্রমিকশ্রেণী তাদের এক পরীক্ষিত ত্যাগী নেতাকে হারিয়েছে।’দেশের শ্রমিক আন্দোলনে, বিশেষ করে পাটকল শ্রমিক আন্দোলনে কয়েক দশক ধরে তিনি নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন সাইফুল হক। তিনি বলেন, ‘শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার ও মুক্তির সংগ্রামে শহীদুল্লাহ চৌধুরী আজীবন লড়াকু ভূমিকা পালন করেছেন। সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।শহীদুল্লাহ চৌধুরীর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেন সাইফুল হক।বিবৃতিতে তিনি প্রয়াত শহীদুল্লাহ্ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আজ দুপুরে রাজধানীর নিজ বাসভবনে মারা যান শহীদুল্লাহ চৌধুরী। তিনি বেশ কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। এ ছাড়া বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতির দায়িত্বও পালন করেছেন।সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর ১৯৯৩ সালের ১৫ জুন সিপিবির বিশেষ জাতীয় সম্মেলনে (বিশেষ কংগ্রেস) শহীদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৯৯৯ সাল পর্যন্ত শহীদুল্লাহ চৌধুরী সভাপতির পদে বহাল ছিলেন। এর আগে ১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন শহীদুল্লাহ চৌধুরী।এরপর অর্ধশতকের বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। দেশের প্রতিটি গণ-আন্দোলনে শ্রমিক-জনতার নেতা হিসেবে ভূমিকা রেখেছেন।