শ্রীমঙ্গলে নারী শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ। ১৮ ডিসেম্বর রোববার সকালে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে আসা এনা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।শ্রীমঙ্গল থানা পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদদাতা জানান, রোববার সকাল ৭টায় মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক ক্যশৈনু ছুটি শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহন (ঢাকা মেট্রো ১৫-৬৭০৩) যোগে মৌলভীবাজার আসার পথে সে গাড়িতে থাকা কিছু যাত্রীকে তার রোহিঙ্গা হিসেবে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুমকে জানান। পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে জানায়।থানার এসআই মোঃ জাকির হোসেন সকাল সাড়ে ৭টায় শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান করেন। তারা চট্টগ্রাম থেকে আসা বাসটি থামিয়ে গাড়িতে থাকা নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে এসআই জাকির হোসেন রোহিঙ্গাদের নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে স্বীকার করে।শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর সরদার জানান, আটককৃত রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমনের উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

You might also like