শ্রীমঙ্গল ভয়াবহ অগ্নিকান্ডে ৩৭ টি দোকান পুড়ে ছাই
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ‘দোকান তো পুড়ে নাই, পুড়ে গেছে আমার জীবন। ঋণ করে ফুটপাতে দোকান দিয়ে পরিবার নিয়ে কোন মতে জীবনযাপন করছি। আজ দোকান আগুনে পুড়ে ছাই, পরিবার নিয়ে কোথায় যাবো? ঋণের টাকা কোথায় থেকে দেবো?’ এমনই বললেন ফুটপাতের ব্যবসায়ী মোকলিছ মিয়া।মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের স্টেশন রোড ও পোস্ট অফিস রোডের যমুনা ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন কাপড়ের ৩৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মিনিট্রাকও আগুনে পুড়ে যায়। ৩১ ডিসেম্বর শনিবার ভোররাত ৪টায় আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থায়ীরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা তা বলতে পারেননি। তবে তারা জানান, তদন্ত করে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে পরবর্তীতে জানানো হবে। যদি ফিলিং স্টেশনে আগুন ছড়িয়ে যেতো, তবে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শ্রীমঙ্গল উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জানান, আগুন লেগেছে কারেন্টের ট্রান্সমিটার থেকে। যখন ট্রান্সমিটার থেকে আগুনের ছিটা চারদিকে পড়ছে আর প্রত্যেক দোকানে আগুন বৃদ্ধি পাচ্ছিল। তিনি ফায়ার সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানান।এদিকে সাইফুর রহমান মার্কেটের সাধারণ সম্পাদক জানান, ৩৭টি দোকান আগুনে পুড়েছে, ক্ষতি হয়েছে প্রায় ৬০ লাখ টাকারও বেশি। এই ক্ষুদ্র দোকানদাররা সবাই ঋণ করে অনেক পরিশ্রমের বিনিময়ে ব্যবসা গড়ে তুলেছিল। এই ব্যবসার আয়েই তাদের পেটে ভাত জোগায়। আমার সন্দেহ হচ্ছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে ইচ্ছাকৃত কেউ এখানে আগুন লাগিয়ে থাকতে পারে।শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো.আবু তাহের জানান, আমরা ৪টা ১৯ মিনিটে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছি। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দু’টি ইউনিটের ৪টি লাইন এবং মৌলভীবাজার থেকে ১টি ইউনিটের ১টি লাইন দিয়ে আমরা দ্রুততায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তারপরও পুরান কাপড়ের দোকানগুলো পুড়ে গেছে।এদিকে, ঘটনার খবর পেয়েই শনিবার সকালে সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ আসনের এমপি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু ও উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।