শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ দল

নিউজডেস্ক
সত্যবাণী

স্পোর্টসডেস্কঃ শ্রীলঙ্কা সিরিজ দিয়েই করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে এ সফরে নানা অদ্ভুত শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর তাতেই তিন ম্যাচের এ টেস্ট সিরিজ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। অবশেষে এলো চূড়ান্ত সিদ্ধান্ত। শর্ত মেনে আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না তামিম-মুশফিকরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা সফরে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ দিন নীতিনির্ধারকদের নিয়ে জরুরী সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় বিসিবি।এর আগে, করোনাকালীন এ সফরে নানা শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অন্যদিকে, বিসিবি জানায়, লঙ্কা বোর্ডের দেওয়া শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে তারা দল পাঠাবে না। এরপরই এ সফর নিয়ে দেখা দেয় অনিশ্চয়তার।শ্রীলঙ্কা শর্তগুলোর মধ্যে ছিল, ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময় হোটেল কক্ষ ত্যাগ করা যাবে না। খাবারের জন্যও কক্ষ থেকে বাইরে যাওয়া যাবে না।

কোয়ারেন্টাইনের শর্ত ছাড়াও শর্ত ছিল সফরে মেডিকেল টিম নেওয়া যাবে না, কিন্তু তারা মেডিকেল সাপোর্টও দেবে না। অনুশীলনের জন্য নেট বোলার দেবে না, কিন্তু বাংলাদেশ থেকে নেট বোলারও নেওয়া যাবে না।এই সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা ছিল। টাইগারদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এ মাসের শেষে। টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ছিল অক্টোবরের ২৪। আর বাংলাদেশ দলের ঢাকা ত্যাগ করার কথা ছিল গত৷

You might also like