ষড়যন্ত্রের যে কোন নির্বাচন দেশবাসী প্রতিহত করবে :কাইয়ুম চৌধুরী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী বলেছেন, আ’লীগ ছাড়া দেশের সকল রাজনৈতিক দলের আপত্তি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন ১৫০টি আসনে ইভিএমএ ভোট করতে চাচ্ছে। এই ইভিএম সম্পর্কে দেশের বিখ্যাত প্রকৌশল ও প্রযুক্তি বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেছিলেন ইভিএম একটি নিম্নমানের যন্ত্র। যা দিয়ে ভোট প্রয়োগের নিরপেক্ষতা যাচাইয়ের কোন ব্যবস্থা নেই। দেশের মানুষ যখন প্রচলিত পদ্ধতিতে নিজের হাতে ভোট দেয়ার অধিকার পায় না সেখানে ইভিএমের মাধ্যমে কিভাবে ভোট নিশ্চিত হবে। বিগত নির্বাচনগুলোতে আ’লীগ একবার বিনাভোটে হয়েছে, একবার দিনের ভোট রাতে ডাকাতি করে হয়েছে। এবার ইভিএমের মাধ্যমে ভোট চুরি করতে চায়। এই কমিশন বর্তমান সরকারের আনুকূল্যে আ’লীগের দালাল হিসেবে কাজ করছে। তাই এই নির্বাচন কমিশনের অধীনে এবং ভোট ডাকাতির ইভিএম মেশিনে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না।এ ধরনের ষড়যন্ত্রের নির্বাচন দেশবাসী প্রতিহত করবে।শনিবার বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, সাবেক চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী, আলীনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবুর রশিদ মামুন, মামুনুর রশিদ মামুন, কিবরিয়া ইসলাম, কফিল আহমদ, পৌর বিএনপি’র সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সৈয়দ মাসুদ মিলু, আব্দুল জলিল মাস্টার, আজমল হোসেন, মুক্তার আহমদ, ফটিক আহমদ, রাসেল আহমদ, সাবেক সভাপতি ছালিক আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা আহবায়ক এ্যাডভোকেট মামুন আহমদ রিপন, যুগ্ম আহবায়ক শাহজান আহমদ, ছাত্রদল আহবায়ক তাজিম আহমদ, সদস্য বাবুল আহমদ, পৌর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ইমানি, মনজুর আহমদ, প্রচার তাজুল ইসলাম তাজ, কৃষক দলের আহবায়ক অলিউর রহমান, পৌর বিএনপির হাসান, জুনায়েদ আহমেদ রেজওয়ান আহমদ, সাইদুল মুরছালিন, জসীম উদ্দিন, কামাল আহমদ, ফয়েজ আহমদ, রাসেল আহমদ গাজী, রুহুল আমিন, বাচ্চু আহমদ, রাসেল মিয়া, মতিউর রহমান, জয়নুল ইসলাম, শফিউল আলম প্রমুখ।

You might also like