সংগঠক সংবাদকর্মী আলী মোস্তফা সরকার (আলম) আর নেই
মতিয়ার চৌধুরী
সত্যবাণী
লন্ডনঃ সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের খাসদবির নিবাসী (তরঙ্গ ৩৮) এর বাসিন্দা মরহুম মর্ত্তোজ আলী সরকারের প্রথম পুত্র শিশু-কিশোর সংগঠক সংবাদ কর্মি আলী মোস্তফা সরকার আলম আর নেই ( ইন্না..লিল্লা…রাজি..উন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। গতকাল ২০ জুলাই সন্ধ্যে সাড়ে সাত ঘটিকায় তিনি হার্ড এ্যাটাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী-চার শিশু সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুম আলম শিশু কিশোর সংগঠন শাপলা কুড়ির আসর সিলেট শহর শাখার সভাপতি ও বাংলাদেশ সমাজ উন্নয়ন প্রকল্প, মোহনা সাংস্কৃতিক গোষ্টী সহ বহু সামাজিক সাংস্কৃতিক ও শিশু-কিশোর
সংগঠনের সাথে জড়িত ছিলেন।এছাড়া তিনি সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক জৈন্তা বার্তা, দৈনিক সিলেট বাণী ও ঢাকার সাপ্তাহিক সংবাদ চিত্রের সিলেট সংবাদ দাতা হিসেবে কাজ করেন। ২১শে জুলাই বাদ জোহর নামাজে জানাজা শেষে তাঁকে হযরত মানিকপীর (রঃ) দরগা গোরস্থানে সমাহিত করা হয়। আলী মোস্তফা সরকার আলমের মৃত্যু সংবাদ ব্রিটেনে এসে পৌঁছালে এখানেও আত্মীয় স্বজন শুভাকাংখি ও তার পূরানো দিনের সাথীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন শাপলা কুড়ির আসর, মোহনা সাংস্কৃতিক গোষ্ঠী ও বাংলাদেশ সমাজ উন্নয়ন প্রকল্পের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী,এলাকা বাসীর পক্ষ থেকে সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, শাপলা কুড়ির আসরের সাবেক সেক্রেটারী শাহাদ হোসাইন, মোহনা সাংস্কৃতিক গোষ্টীর উপদেষ্টা এলাইছ মিয়া মতিন,সাইদুল ইসলাম খান, কবি শামীম আহমদ প্রমুখ। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।