সংগীতজ্ঞ আজাদ রহমান – এর মৃত্যুতে উদীচীর গভীর শোক প্রকাশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’সহ বহু গানের সঙ্গে জড়িয়ে আছেন আজাদ রহমান। কোনোটির সুরকার তিনি, কোনোটির সংগীত পরিচালক।
বাংলাদেশের সঙ্গীত জগতের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুতে উদীচী যুক্তরাজ্য সংসদের নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।