সংঘর্ষের ঘটনায় সিলেটে ৬০০ জনকে আসামী করে মামলা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র জালালাবাদ থানার সোনাতলা এলাকায় সড়কের পানি নিষ্কাশনের জন্য একটি রাস্তা কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ৬০০ জনকে আসামি করে মামলা হয়েছে। ১৪ জুন বুধবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। ১৫ জুন বৃহস্পতিবার দুপুরে থানার ওসি সাইফুল আলম রুকন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, সংঘর্ষ থামাতে গিয়ে জালালাবাদ থানার পুলিশ আক্রান্ত হয়। সংঘর্ষ চলাকালে আহত ৪ পুলিশ সদস্য এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত দু’পক্ষই এতে সম্মত হয়নি।এরআগে বুধবার সিলেট সদর উপজেলার সোনাতলা এলাকায় সড়কের পানি নিষ্কাশনের জন্য সিটি করপোরেশনের বর্ধিত ৩৯ নং ওয়ার্ডের মইয়ারচর, নয়া কুরুমকলা, নাজিরেরগাঁও এবং শিমুলতলার বাসিন্দারা কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেন। অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে একটি রাস্তা কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। প্রায় ২ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসএমপি’র উপ-কমিশনার আজবাজার আলী শেখ বলেন, সংঘর্ষ থামাতে ১৪৪টি রাবার বুলেট এবং ১৪টি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।জানা গেছে, সিলেটে মঙ্গলবার রাত ও বুধবার সকালের বৃষ্টিতে কুমারগাঁও-বাদাঘাট সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই সড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ চলছে। তাই সড়ক খুঁড়ে মাটি রাস্তার পাশে রাখায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই পানি অনেকের বাসাবাড়িতে ঢুকে পড়ে। এই পানি নিষ্কাশনের জন্য একটি রাস্তা কাটা নিয়ে এই সংঘর্ষ হয়।