সংবিধান দিবস উপলক্ষে স্যুভেনির সিট অবমুক্ত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ৪ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে ডাক অধিদফতর ৪০ টাকা দামের একটি স্যুভেনির শিট, ১০ টাকা দামের একটি উদ্বোধনী খাম,৫ টাকা দামের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার (৪ নভেম্বর) স্যুভেনির শিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটা কার্ড প্রকাশ করেন। এই উপলক্ষে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বিবৃতি দিয়েছেন।মন্ত্রী বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধু প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান কেবল বাংলাদেশের নয়, সারাবিশ্বে অন্যতম সেরা সংবিধান। একটি দেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের পর ধ্বংসস্তূপে বাস করে এত দ্রুত একটি সংবিধান দিতে পারে বঙ্গবন্ধু সেই অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।স্যুভেনির শিট ও উদ্বোধনী খাম ৪ নভেম্বর থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরবতবর্তীতে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘর থেকে এসব বিক্রি করা হবে।উদ্বোধনী খামে ব্যবহার করার জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা আছে।

You might also like