সংলাপে অংশ নিতে বঙ্গভবনে আ.লীগ নেতারা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনায় অংশ নিতে বঙ্গভবনে গেছেন আওয়ামী লীগ নেতারা।সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৫৫ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ,সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহা. ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।গত ২০ ডিসেম্বর থেকে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।প্রথম দিনে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সাথে আলোচনা করেন রাষ্ট্রপতি। এছাড়া সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক জোট (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে।২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।

You might also like