সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ৫ দফা দাবি আদায়ে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ আন্দোলন কর্মসূচি প্রণয়ন করেছে। ২৭ আগস্ট শনিবার বিকেলে স্টেশন রোডস্থ জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে ৫টি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন’র সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন’র সভাপতি জাকারিয়া আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’র সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম, সাংগঠনিক সম্পাদক মো. আলী আকবর রাজন, জেলা ইমা, লেগুনা, হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী রুনু মিয়া মঈন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সুন্দর আলী খান, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন, জেলা অটোরিক্সা অটোটেম্পু চালক শ্রমিক জোটের সভাপতি আব্দুল আলিম ভাসানী,সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো (১) ট্রাফিক পুলিশ কর্তৃক হয়রানী, রেকারীং বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার ও ডিসি (ট্রাফিক)কে প্রত্যাহার করতে হবে। ট্রাফিক অফিসে ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি দিলু মিয়াকে মানহানীকর এবং অসম্মানজনক আচরণের প্রতিবাদে লিখিত বিচার চেয়েও প্রতিকার না পাওয়ায় সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। (২) সিলেট শ্রম আদালতে শ্রমিক প্রতিনিধি চিহ্নিত শ্রমিক বিদ্বেষী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করতে হবে। শ্রমিক লীগের নাম ব্যবহার করে শ্রম দপ্তরে প্রভাব বিস্তারের মাধ্যমে ট্রেড ইউনিয়নগুলোকে অন্যায়ভাবে অহেতুক হয়রানি বন্ধ করতে হবে। (৩) সুপ্রিমকোর্টের নির্দেশনার আলোকে সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো খোলে দিতে হবে। (৪) সিলেটের ভাঙ্গাচুরা প্রধান সড়কগুলো
অবিলম্বে সংস্কার করে যান চলাচলের উপযোগী করতে হবে। সিলেট-সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ বাইপাস সড়ক, কুমারগাঁও এলাকা, সিলেট-জকিগঞ্জ সড়ক, সিলেট-কামালবাজার সড়কসহ প্রধান প্রধান সড়কগুলোকে অবিলম্বে সংস্কার করতে হবে। (৫) সিলেটে সিএনজিচালিত নতুন অটোরিক্সা বিক্রি বন্ধ করতে হবে। ইতোমধ্যে বিক্রিত অটোরিক্সাগুলোর রেজিষ্ট্রেশন দিতে হবে। বে-আইনি গাড়ি, অটোবাইক, ব্যাটারিচালিত রিক্সা, ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ করতে হবে। সভায় দাবিগুলো মানা না হলে আগামী ৮ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি পালন এবং এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সিলেটের পরিবহন শ্রমিকরা আগামী ১৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের কর্মসূচির ঘোষণা করা হয়।

You might also like