সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতার কারণে মার্কিন ভ্রমণকারীদের পাকিস্তান সফরে সতর্ক থাকার নির্দেশ
মতিয়ার চৌধুরী
স্পেশাল করেসপন্ডেন্ট, সত্যবাণী
লন্ডনঃ সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতার কারণে পাকিস্তানকেউচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা। মার্কিনযুক্তরাষ্ট্রের নাগরিকদের পাকিস্তান ভ্রমনে সতর্ক থাকার পরামর্শদিয়েছে দেশটি । বৃহস্পতিবার জারি করা একটি লেভেল ৩ ট্র্যাভেলঅ্যাডভাইজরিতে, মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সন্ত্রাস ওঅপহরণের কারণে সাবেক ফেডারেল অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এলাকা(FATA) সহ বেলুচিস্তান প্রদেশ এবং খাইবার পাখতুনখাওয়া(কেপিকে) প্রদেশে ভ্রমণ না করতে বলেছে। পাকিস্তানের নো–ফ্লাই লিস্টেনিয়ন্ত্রণ রেখার আশেপাশের এলাকা সন্ত্রাসবাদ এবং সশস্ত্রসংঘাতের সম্ভাবনার কারণে ঝুঁকিপূর্ণ৷ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিপাকিস্তানে হামলার ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার বিষয়ে তার নাগরিকদেরসতর্ক করে দেশটি। পরামর্শে বলা হয়েছে যে সন্ত্রাসীরা যেকোন সময় আক্রমণ করতে পারে। হামলাকারীদের লক্ষ্যবস্তুতে রয়েছে পরিবহন, বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটন স্থান, স্কুল, হাসপাতাল, উপাসনালয় এবং সরকারি ভবন ।সন্ত্রাসীরা অতীতে মার্কিন কূটনীতিক এবং কূটনৈতিক সুবিধাগুলিকেলক্ষ্যবস্তু করেছে বলে চিহ্নিত করে, এটি নাগরিকদের তাদেরআশেপাশের এবং স্থানীয় ঘটনা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শদিয়েছে। “পাকিস্তানের সন্ত্রাসী চরমপন্থী গুষ্টিগুলো সহিংসতারচলমান আদর্শিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে বেসামরিকদের পাশাপাশিসামরিক এবং পুলিশকে লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করে নির্বিচারেহামলার চালাতে প্রস্তুত রয়েছে। সন্ত্রাসী হামলাগুলি পাকিস্তান জুড়েচলমান রয়েছে যার মধ্যে বেশিরভাগই বেলুচিস্তান এবং কেপিকেতেঘটে, যার মধ্যে সাবেক FATA। বড় আকারের সন্ত্রাসী হামলার ফলেঅসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে,”।
মার্কিন সরকার সতর্ক বার্তায় আরও উল্লেখ করেছে যে নিরাপত্তাজনিত কারণে “পাকিস্তানে তার নাগরিকদের জরুরি পরিষেবাপ্রদানের সীমিত ক্ষমতা” রয়েছে। “পাকিস্তানের অভ্যন্তরে মার্কিনসরকারের কর্মীদের ভ্রমণ সীমিত, এবং মার্কিন কূটনৈতিক সুবিধারবাইরে মার্কিন সরকারের কর্মীদের চলাচলের উপর অতিরিক্তনিষেধাজ্ঞা স্থানীয় পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতির উপর নির্ভরকরে যে কোনো সময় ঘটতে পারে। পেশোয়ারে মার্কিন কনস্যুলেটজেনারেল মার্কিন নাগরিকদের কোনো কনস্যুলার পরিষেবা দিতেঅক্ষম বলে জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করে, সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতার কারণে পাকিস্তানে ভ্রমণেবিরত থাকার আহবান জানিয়েছে। সতর্ক বার্তায় ঝুঁকিপূর্ন পরিস্থিতির কারণে পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তানে নাগরিকদেরউচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। ২০১৯সালে, বেলুচিস্তানে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রদেশযার ফলে আহত ও মৃত্যু হয়েছে।“