সবাই মিলে নৌকার বিজয়  নিশ্চিত করতে হবে :মজিদ খান এমপি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, নৌকার মনোনয়ন কাকে দেয়া হবে তা একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই জানেন। আমাদের করণীয় দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকার পক্ষে কাজ করে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো ক্ষমতায় এনে দেশের উন্নয়ন অব্যাহত রাখা।আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড আ’লীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মনধীর ঘোপের সভাপতিত্বে এবং ইউপি সদস্য সন্তুষ চন্দ্র ঘোপের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আ’লীগ সদস্য নজমুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, জলসূখা ইউনিয়ন আ’লীগ সভাপতি সিরাজ মিয়া, উপজেলা শ্রমিক লীগ সভাপতি জাহিদ হাসান জীবন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন অনিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

You might also like