সভাপতি শোয়েব,সেক্রেটারি আমিনুর: সিকৃবি’তে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবকে সভাপতি ও সহকারী অধ্যাপক কৃষিবিদ আমিনুর রশীদকে সাধারণ সম্পাদক করে ৮৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। গত শুক্রবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অপর দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি প্রফেসর ড. চন্দ্রকান্ত দাশ, মোঃ ছানোয়ার হোসেন মিয়া, ড. এমএম মাহবুব আলম, একেএম ফজলুর রহমান ও ডা. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাহুল ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম ও ডা. আফরাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ কামরুল ইসলাম, জাহের আহমদ ও ডা. ঋত্বিক দেব অপু, কোষাধ্যক্ষ সেলিনা বেগম, দপ্তর সম্পাদক কৃষিবিদ সৌরভ ব্রত দাস, সহ-দপ্তর সম্পাদক জামিল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়জুল্লাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শিপলু রায়, নারী ও শিশু সম্পাদক নাজমুন নাহার শারমিন, যুব ও ক্রীড়া সম্পাদক মো. নাজমুল হুদা, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ, ছাত্র সম্পাদক মো. নাজমুল আলম টিপু, সহ-ছাত্র সম্পাদক উম্মে হানি শিউলী খান, আইন সম্পাদক ডা. কানন দাশ, সহ-আইন সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান রাজু, সমাজসেবা সম্পাদক মেহেদি হাসান টুলটুল, সহ-সমাজসেবা সম্পাদক মো. কাওছার হামিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ঈশিতা দেব, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হাসান মুন্না, ধর্ম সম্পাদক মো. শাহিদুর রহমান চৌধুরী, সহ-ধর্ম সম্পাদক দেবাশিস শর্মা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হীরা লাল গোপ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী হিমাংশু শেখর পাল, প্রশিক্ষণ সম্পাদক ডা. মওদুদুল হাসান তালহা, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী।

You might also like