সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে: সেনাপ্রধান
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাঙ্গাইল: টাঙ্গাইলে সেনাবাহিনীর টহল কার্যক্রম ‘অপারেশন কোভিড শীল্ড’ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।এ সময় তিনি বলেন,সেনাবাহিনী,প্রশাসন,পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার ফলে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে।আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে টাঙ্গাইলে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন কালে এ কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, সারাদেশে করোনার কিছুটা উন্নতি দেখে সরকার আপাতত লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সেনাবাহিনীও তাদের প্রথম কাজটা পুনঃবিন্যাস করবে। যদি সরকার আবার কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয় তখন সেনাবাহিনী আবার তাদের কার্যক্রম শুরু করবে।সবাই মিলে যদি কাজ করা না হতো তাহলে পরিস্থিতি আরও খারাপ হতো। এখন সবাই সচেতন হলে পরিস্থিতি আরো ভাল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এর আগে টাঙ্গাইল স্টেডিয়ামে হেলিকপ্টার যোগে অবতরণ করলে তাকে স্বাগত জানান সেনানিবাসের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার শহীদ সালাহউদ্দিন। পরে তিনি টাঙ্গাইল জেলায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ডক্টর মোঃ আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এবং সেনাবাহিনী ও সরকারি ঊধ্বর্তন কমকর্তারা।