সমাজ হিতৈষী আলহাজ্ব আব্দুল মতলিব স্মরণে লন্ডনের দোয়া মাহফিল ও আলোচনা সভা
মতিয়ার চৌধুরী
সত্যবাণী
লন্ডনঃ গেল ৬জুলাই বৃহস্প্রতিবার মধ্যরাতে ক্যাটারার্স নেতা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের ইউরোপীয়ান এম্বেসেটার ও ওয়েষ্টলন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুর রহমানের পিতা সদ্যপ্রয়াত আলহ্জ্ব আব্দুল মতলিব স্মরণে ওয়েষ্ট লন্ডন আওয়ামীলীগ ও হিউম্যান রাইট কমিমন ইংল্যান্ড শাখার উদ্যোগে পশ্চিম লন্ডনের কেনসেলরাইজ এর রোহিত রেষ্টুরেন্টে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের জামাতা কেনসেল রাইজ এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ হিউম্যানরাইট কমিশন এর গভর্নর তারাউল উসল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধানে দোয়া মাহফিল ও আলোচনায় অংশ নেন বিবিসিসি-এর সাবেক প্রেসিডেন্ট শাহনূর খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, কাউন্সিলার সেলিম চৌধুরী, ওয়েষ্ট লন্ডন আওয়ামীলীগের সেক্রেটারী হাজী আব্দুল হান্নান, বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের ইংল্যান্ড শাখার সেক্রেটারী আব্দুল হাফিজ বক্কর, জোবায়ের আহমদ, লিটন চৌধুরী, আজিজুল হক ঝুন্নু প্রমুখ ও ভ্যার্চুয়্যালী যুক্তহন মরহুমের পরিবারের পক্ষ থেকে আব্দুর রব, রোমান আহমদ, ও রাজু আহমদ। এখানে উল্লেখ্য যে রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামের প্রবীণ মূরব্বী ও এলাকার বিশিষ্ট সালিস ব্যক্তি সম্জ হিতৈসী আলহ্জ্ব আব্দুল মতলিব গেল ৪জুলাই দোরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পরদিন নামাজে জানাজা শেষে তাঁকে বালিসহস্র গ্রামের পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। তিনি জীবদ্দশায় একাধিক জনহিতকর কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন।