সমাধান ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেনের প্রথম বৈঠক

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

রাশিয়া ও ইউক্রেনঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা প্রথম দিনের মতো সমাপ্তি ঘোষণা করা হয়েছে। শিগগিরই দ্বিতীয় দফায় উভয় দেশের প্রতিনিধিরা বসবেন বলে জানা গেছে।সোমবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে বেলারুশে অনুষ্ঠিত বৈঠক শেষ হয়েছে। উভয় দেশের প্রতিনিধিরা এখন তাঁদের নিজ নিজ দেশের রাজধানীতে ফিরে যাবেন। দ্বিতীয় দফায় আগামী কয়েক দিনের মধ্যেই তাঁরা আবার বসবেন। বেলারুশের বার্তা সংস্থা বেলটা নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।তবে সোমবারের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। অবশ্য বৈঠকের আগেও ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকে শান্তি নিয়ে কোনো উচ্চাশা কারও ছিল না।

ইউক্রেন বৈঠক শুরুর আগেই রাশিয়ার কাছে অস্ত্রবিরতি এবং সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল। তবে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা এখনই তাঁদের অবস্থান জানাবেন না।এ বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের একটা সুরাহা হওয়ার আশা করা হচ্ছে। যেখানে রাশিয়া ইউক্রেনকে ন্যাটোতে যোগ না দেওয়ার জন্য বারবার বলে আসছিল। ন্যাটোতে ইউক্রেনের সংযুক্তিকে ক্রেমলিন রাশিয়ার জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি বলে বিবেচনা করছে।এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে ইউক্রেন। রাজধানী কিয়েভ রক্ষার জন্যও আপ্রাণ প্রতিরোধ করে যাচ্ছেন ইউক্রেনীয়রা। প্রতিরোধের মুখে রুশ বাহিনীর অগ্রযাত্রা কিছুটা ধীর হয়ে গেছে বলেও অনেকে ধারণা করছেন।

You might also like