সম্প্রীতি বাংলাদেশ’র ‘সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভা

সিলেট করেসপন্ডেন্ট
সত্যবাণী

সিলেট থেকে: শোকের ও ষড়যন্ত্রের মাস আগস্ট উপলক্ষে সিলেটে ‘সম্প্রীতি বাংলাদেশ’র উদ্যোগে ‘সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ‘সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন সিলেট মহানগর আওযামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়াম লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘সম্প্রীতি বাংলাদেশ’র সদস্য সচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সম্প্রীতির বাংলাদেশ গড়তে অবিরাম কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে আজ আমরা উপহার পেয়েছি একটি অসাম্প্রদায়ীক ও সম্প্রীতির বাংলাদেশ। এ ধারাবাহিকতা বজায় রাখতে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। পাকিস্তানি দোষর ও জঙ্গি-মৌলবাদী গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে।

এসময়ে উপস্থিত ছিলেন প্রথিতযশা প্রবীণ নাট্যকার, সাহিত্যিক, বরেণ্য রম্যরচনাকার অধ্যাপক সুনির্মল কুমার দেব মীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, রেড টাইমস পত্রিকার সম্পাদক কবি সৌমিত্র দেব, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, কার্যনির্বাহী সদস্য আবুল মহসিন চৌধুরী মাসুদ, উপদেষ্টা কানাই দত্ত, সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ-সভাপতি এম রশিদ আহমদ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মওলানা শিহাব আহমদ,ইসকন ইয়ুথ ফোরামের সংগঠক দেবর্ষি শ্রীবাস দাস, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, বিশিষ্ট কবি ধ্রুব গৌতম, কবি ও লেখক অপূর্ব শর্মা, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন, প্রভাষক লিয়াকত আলী, ব্যাংকার ফরহাদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মানিক মিয়া, আব্দুস সালাম, জুয়েল আহমদ নুরুজ্জামান, লেখক আশীষ দে, মহানগর যুবলীগ নেতা সামন্ত ধর, সিরাজুল ইসলাম মিরাজুল, এস.ডি সুমেল, সাইদুল ইসলাম খান, নশু ভোমিক,মনিলাল সিংহ রাধে,মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, ইব্রাহিম আলম শাওন, রাহুল দে,নয়ন রায়, অসিম চন্দ্র পাল, টিঠু কাপালী,বিপ্রেশ সরকার, প্রনব রায়, বোরহান উদ্দিন ,মোঃ আলমিন, মইনুল ইসলাম,লব চন্দ্র দাস, শাহ জামান, মুনতাকিম, ইয়াস চৌধুরী, সানি, সালমান, জনি আহমদ, বাবলু ধর প্রমূখ।

You might also like