সরকার অন্ধ তাই ভুল পথে হাঁটছে-শাবিপ্রবি ইস্যুতে জাফরুল্লাহ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্যুতে বলেন, সরকার অন্ধ, তাই তারা ভুল পথে হাঁটছে। সরকারের উচিৎ ভিসিকে সরিয়ে দেওয়া। এসময় তিনি শিক্ষামন্ত্রী দিপু মনির পদক্ষেপে ভুল ছিল উল্লখ্য করে বলেন, আন্দোলনের প্রথম দিনই উনার ঘটনাস্থলে আসা উচিৎ ছিল। কিন্তু তিনি করোনার অজুহাত দেখিয়ে আসেননি। তিনি আরো বলেন, সারা পৃথিবীর মানুষ জানে র‌্যাবের কার্যকলাপ। তারা বিচার বর্হিভূত হত্যাকান্ড চালাচ্ছে এটা কি লুকানো যাবে। তাই সরকারের উচিৎ র‌্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া।আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন ও বিশেজ্ঞ মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।এসময় তিনি অধ্যাপক ড.মুহাম্মদ জাফর ইকবালের শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করায় ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাসহ স্থানীয় লোকজন।

You might also like